অর্থনিতিলিড নিউজসর্বশেষ সংবাদ

করোনায় লাইসেন্স নবায়নে ছাড় পেল মানি চেঞ্জার

করোনায় লাইসেন্স নবায়নে ছাড় পেল মানি চেঞ্জার

মহামারি করোনাভাইরাসের কারণে ব্যবসা কমে যাওয়ায় লক্ষ্যমাত্রা পূরণ না হলেও লাইসেন্স নবায়নের সুযোগ পাবে দেশে অনুমোদিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো। শুধুমাত্র ২০২০ সালের জন্য এই সুযোগ পাওয়া যাবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিয়মে, বছরে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর বৈদেশিক মুদ্রা কেনাবেচা ন্যূনতম একটি লক্ষ্যমাত্রা থাকে। বর্তমানে তাদের এই টার্গেট বছরে ৫ লাখ ডলার। এ লক্ষ্যমাত্রা পূরণ হলেই কেবল মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো তাদের লাইসেন্স নবায়নের সুযোগ পায়।

জানা যায়, মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর বৈদেশিক মুদ্রা পাওয়ার উৎস বিদেশ থেকে আসা যাত্রী ও পর্যটক। কিন্তু করোনার কারণে গত কয়েক মাস ধরে বিদেশ থেকে যাত্রী ও পর্যটক আশা প্রায় বন্ধ রয়েছে। আবার খুব প্রয়োজন ছাড়া কেউ দেশের বাইরে যাচ্ছেন না। এতে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর ব্যবসা কমে গেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার বলা হয়, অনুমোদিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো বাৎসরিক বিদেশি মুদ্রা কেনাবেচার ন্যূনতম লক্ষ্যমাত্রা পূরণ সাপেক্ষে লাইসেন্স নবায়নের সুযোগ পেয়ে থাকে। কিন্তু কোন কারণে ব্যবসার বর্তমান পরিস্থিতি বিবেচনায় তারা লক্ষ্যমাত্রা পূরণ না হলেও লাইসেন্স নবায়নের সুযোগ পাবে। শুধুমাত্র ২০২০ সালে জন্য তারা এই সুযোগ পাবে

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশে বিদেশি মুদ্রা বিনিময়ের জন্য অনুমোদিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানের সংখ্যা এখন ২৩৫টি।

Comment here