মহমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. আলমগীর হোসেন নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। এ নিয়ে মোট ১৯ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
সোমবার (৮ জুন) দুপুরে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) (মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
সোহেল রানা বলেন, ‘আলমগীর হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাজারীবাগ থানায় কর্মরত ছিলেন। রোববার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আলমগীর জ্বর, ঠাণ্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে।
এ পর্যন্ত ছয় হাজার ২০৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক হাজার ৮২৮ সদস্য এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Comment here
You must be logged in to post a comment.