মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ২টা ৫ মিনিটে চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা (সুপারিন্টেনডেন্ট) জসীম উদ্দিন মজুমদার করোনায় আক্রান্ত হয়ে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে জসীম উদ্দিন মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, পরম করুনাময় আল্লাহ্ যেন তাকে জান্নাতবাসী করেন এবং পরিবারের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দেন।
Comment here
You must be logged in to post a comment.