করোনায় আক্রান্ত হয়ে খোরশেদ আলম নামে আরও এক রাজস্ব কর্মকর্তা মারা গেছেন। শনিবার (১৩ জুন) ভোরে রাজধানীর উত্তরা তুরাগের জাপান ইস্টওয়েস্ট হাসপাতালে তিনি মারা গেছেন। খোরশেদ আলম ঢাকা কাস্টমস হাউসের রফতানি পরীক্ষণে কর্মরত ছিলেন।
বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং ভ্যাট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফরের মহাপরিচালক সৈয়দ মুসফিকুর রহমান এ তথ্য জানান।
এর আগে করোনা আক্রান্ত হয়ে ৩ জুন জসিম উদ্দিন মজুমদার নামে এক রাজস্ব কর্মকর্তা মারা যান। তিনি চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত ছিলেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত কাস্টমস ও ভ্যাট বিভাগে দু’জন কর্মকর্তা করোনায় মারা গেলেন।
Comment here
You must be logged in to post a comment.