করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক আশরাফ আলী (৬০) মারা গেছেন। বুধবার (২৭ মে) মধ্য রাতে উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও পিআরও তারিক শিবলী বৃহস্পতিবার (২৮ মে) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ ব্যাংকের এ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন।
কোভিড-১৯ আক্রান্ত হয়ে এ প্রথম বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা মারা গেলেন। এছাড়া অন্যান্য তফসিলি ব্যাংকের আরও ৭ কর্মকর্তা এ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
Comment here
You must be logged in to post a comment.