করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন জাতীয় সংসদের সদস্যরা। পাশাপাশি সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা হয়।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদে শোক প্রস্তাবের উপর আলোচনা শেষে দোয়ার আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমিন মাদানী এমপি। ঢাকা-৫ আসনের প্রয়াত হাবিবুর রহমান মোল্লাসহ মৃত্যুবরণকারী সাবেক সংসদ সদস্যদের জন্য দোয়া করা হয়।
দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, হুইপ ও উপস্থিত সংসদ সদস্যরা অংশ নেন। মুনাজাতে অনেকে কান্নায় ভেঙে পড়েন।
Comment here
You must be logged in to post a comment.