করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৩৪৯ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬০২ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮৭০ জনে দাঁড়িয়েছে।
সোমবার (১৮ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ৪ হাজার ৫৮৫ জন। আক্রান্ত হিসেবে সুস্থতার হার ১৯ দশমিক ২১ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ৯৩৩টি। এ সময় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৭৮৮ জনের। মোট পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ১৯৬ জনের।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ১৭ জন পুরুষ, চারজন নারী। ১২ জন ঢাকার, বাকিরা অন্যান্য বিভাগের।
বয়সের হিসেবে মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ২৩১ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৩ হাজার ৩৮৮ জন।
Comment here
You must be logged in to post a comment.