করোনাভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।
নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর চিকিৎসকরা বলেছেন, কোভিড-১৯ সংক্রমিত হয়েই মারা গেছেন তিনি।
চিকিৎসকদের বরাত দিয়ে রোববার (১৪ জুন) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘নমুনা পরীক্ষায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর করোনা পজিটিভ ধরা পড়েছে। তাকে এখন টুঙ্গিপাড়া নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই দাফন কাফন করা হবে। ঢাকায় কোনো কর্মসূচি নেই।’
প্রতিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার ইয়াসির আরেফীন জানান, শনিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান ধর্মপ্রতিমন্ত্রী।
৭৪ বছর বয়সী শেখ আবদুল্লাহ টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।
Comment here
You must be logged in to post a comment.