রাজনীতিলিড নিউজসর্বশেষ সংবাদ

এরিককে আমার কোলে ফিরিয়ে দেন খালেদ: বিদিশা

এরিককে আমার কোলে ফিরিয়ে দেন খালেদ: বিদিশা

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিক বলেছেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ তার একান্ত সচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতারকে নিজের সন্তানের মতো ভালবাসতেন। সাবেক রাষ্ট্রপতির মৃত্যুর পর তিনিই পিতৃহারা এরিককে আমার কাছে ফিরিয়ে দিয়েছিলেন।’ ‍

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে মরহুম খালেদ আখতারের চেহলাম উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন বিদিশা সিদ্দিক।

খালেদ আখতারের আত্মার মাগফিরাত কামনা করে বিদিশা বলেন, ‘উনি (খালেদ) সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়ে বলেছিলন, এরশাদ সাহেবের প্রাণভোমরা এরিক। এ অসহায় সন্তানকে আমি তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। আপনিই পারবেন তাকে এরশাদ সাহেবের ভালবাসা ফিরিয়ে দিতে। আমি এজন্য কৃতজ্ঞ। আল্লাহর কাছে প্রার্থনা করি, খালেদকে জান্নাতবাসী করুন।’

হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ বলেন, ‘স্বচ্ছতার ভিত্তিতে বিনা পারিশ্রমিকে খালেদ ভাই ট্রাস্ট পরিচালনা করেছেন, তা এরশাদ পরিবার কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।’

কাজী মামুনুর রশিদের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন এরিক এরশাদ, মরহুম খালেদ আখতারের স্ত্রী নুসরাত ঝিনুক, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ‌্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম নুরু, রেজাউল করিম রেজা প্রমুখ।

এরিক এরশাদ বলেন, ‘বাবার জীবদ্দশায় খালেদ ভাই আমাকে নিজ সন্তানের মতো দেখভাল করতেন। আমি দেখেছি, আমার বাবার সাথে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করেছেন খালেদ ভাই। আমার বাবাও তাকে খুবই ভালবাসতেন। তাই দেশ-বিদেশে আমার বাবা যেখানেই গেছেন সেখানেই সঙ্গী হয়েছেন খালেদ ভাই।’

Comment here