প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। ট্রাস্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কাজী মামুনুর রশিদ। তিনি এর আগে বোর্ডের সদস্য ছিলেন।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বারিধারার প্রেসিডেন্ট পার্কে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।
বর্তমানে ট্রাস্টির চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে আইসিইউতে চিকিৎসাধীন থাকায় ট্রাস্টির কার্যক্রম পরিচালনা করার জন্য কাজী মামুনুর রশিদকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
জরুরি সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টির সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশিদ, শাহতা জারাব এরশাদ এরিক, ব্যারিস্টার কাজী রুবায়েত হাসান, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় আগামী ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে দিনব্যাপী কোরআন খতম, মিলাদ মাহফিল, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও স্মরণসভার আয়োজন করা হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ এপ্রিল এরশাদ নিজের নামে এ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন।
Comment here
You must be logged in to post a comment.