সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এরশাদ ট্রাস্টের আয়োজনে প্রেসিডেন্ট পার্কে দিনব্যাপী কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।
এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাড্ডা জামিউল উলুম মাদ্রাসার ইমাম মাওলানা হারুনুর রশিদ। রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত মিলাদ শেষে বাড্ডা, কুড়িল, নদ্দা, শাহজাদপুর ও বারিধারার বিভিন্ন মাদ্রাসার এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় বিদিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিদিশা সিদ্দিক, এরশাদ ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ, এরশাদ তনয় এরিক, জাপা নেতা ফখরুজ্জামান জাহাঙ্গীর, অ্যাডভোকেট কাজী রুবায়েত হোসেন, জাহাঙ্গীর আলমসহ জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এরশাদ সোমবার (১৩ জুলাই) সারাদেশে উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
Comment here
You must be logged in to post a comment.