রাজনীতিলিড নিউজ

এমপি হা‌বিবুর রহমা‌নের জানাজা বাদ আছর মাতুইল ঈদগাহ মা‌ঠে

এমপি হা‌বিবুর রহমা‌নের জানাজা বাদ আছর মাতুইল ঈদগাহ মা‌ঠে

ঢাকা-৫ আসনের (ডেমরা-যাত্রাবাড়ী- কদমতলী আংশিক) সংসদ সদস্য প্রয়াত হাবিবুর রহমানের মর‌দেহ মাতুইল কেন্দ্রীয় কবরস্থা‌নে দাফন করা হ‌বে।

বুধবার (৬ মে) বাদ আছর মাতুইল ঈদগাহ মা‌ঠে তার নামা‌জে জানাজা অনু‌ষ্ঠিত হ‌বে।

মরহুম হা‌বিবুর রহমান মোল্লার মেঝ ছে‌লে মাহফুজুর রহমান মোল্লা শ্যামল জা‌নি‌য়ে‌ছেন, ক‌রোনা প‌রি‌স্থি‌তির কারণে সতর্কতা মেনে সব প্র‌ক্রিয়া শেষ হ‌বে। মানু‌ষের উপ‌স্থি‌তি বে‌শি হ‌লে দুইটা জানাজা করার সিদ্ধান্ত হ‌তে পা‌রে।

এরই ম‌ধ্যে হা‌বিবুর রহমা‌নের মরদেহ সূত্রাপুর বাস ভবনের সামনে রাখা হয়েছে। ইতোমধ্যে গোসলসহ সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে তাকে জাতীয় সংসদ ভবনে নেওয়ার সিদ্ধান্ত এখ‌নো হয়‌নি।

বুধবার (৬ মে) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাবিবুর রহমান। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সন্ধ্যা থেকে তাকে হাসপাতালের আইসিইউ-২ (ইনটেনসিভ কেয়ার ইউনিট)-তে লাইফ সাপোর্টে রাখা হয়।

Comment here