সারা বাংলা

এনসিটি পরিচালনা করবে চট্টগ্রাম ড্রাইডক: ৬ জুলাইয়ের মধ্যেই হস্তান্তর

এনসিটি পরিচালনা করবে চট্টগ্রাম ড্রাইডক: ৬ জুলাইয়ের মধ্যেই হস্তান্তর

চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিচালনা করবে চট্টগ্রাম ড্রাইডক কর্তৃপক্ষ। ড্রাইডক পরিচালনা করে নৌবাহিনীর সদস্যরা। আইনগত জটিলতায় সরাসরি নৌবাহিনীর পক্ষ থেকে বড় এই বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনায় আইনগত জটিলতা থাকায় ড্রাইডক কর্তৃপক্ষের কাছে আগামী ৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কন্টেইনার টার্মিনাল হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বন্দরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বন্দরের সচিব ওমর ফারুক জানান, বুধবার ঢাকায় নৌ পরিবহণ মন্ত্রণালয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে আগামী ৬ মাসের জন্য নৌবাহিনীর মাধ্যমে এনসিটি পরিচালনার সিদ্ধান্ত হয়। রাতে মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিষয়টি অবগত করানোর পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়। এরপর থেকেই প্রস্তুতি শুরু করে বন্দর কর্তৃপক্ষ। দুপুরে বোর্ড সভায় মন্ত্রনালয়ের সিদ্ধান্ত চুড়ান্ত অনুমোদন দেয়া হয়। আগামীকাল ও পরশুর মধ্যে ড্রাইডক কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ও দাফতরিক কাজগুলো শেষ করে। ৬ জুলাইয়ের মধ্যেই এনসিটি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

প্রাথমিক পর্যায়ে ডাইডক কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগীতা করবে বন্দর কর্তৃপক্ষ। সার্ভারসহ বিভিন্ন যন্ত্রাংশের অপারেটর ও টেকনিক্যাল সহায়তার জন্য সদ্য বিদায়ী অপারেটর প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকেরও সহযোগীতা চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। সাইফ পাওয়ারও বন্দরকে সব ধরনের সহযোগিতা করতে সম্মতি জানিয়েছে। একদিনের জন্যও এনসিটির অপারেশন যাতে বাধাগ্রস্ত না হয় সেই চ্যালেঞ্জ মোকাবিলায় এখন প্রধান টার্গিট বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব।

খাতা কলমে আগামী ৭ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু কথা থাকলেও মূলত বৃহস্পতিবার থেকেই কাজ বুঝে নিতে শুরু করেছে ড্রাইডকের প্রতিনিধি নৌবাহিনীর বিশেষায়িত দল। তাদের সহযোগিতা করছে চট্টগ্রাম বন্দরের আরেকটি টিম।