অর্থনিতিলিড নিউজস্বাস্থ্য

এনবিআরকে করোনা মোকাবিলার সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র

এনবিআরকে করোনা মোকাবিলার সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশ কাস্টমসে সুরক্ষা সরঞ্জাম উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৭ জুন) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফরেন অ‌্যাগ্রিকালচারাল সার্ভিসের প্রতিনিধিরা কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তার অংশ হিসাবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেন।

দূতাবাস জানায়, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশ সরকারের চলমান কর্মকাণ্ডকে সহায়তা করতে প্রায় ৩৭ মিলিয়ন ডলারের সাহায্য দিয়েছে।

এদিন ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে হস্তান্তর করা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামগুলোর মধ্যে ১,৫০০ মাস্ক ও ফুল-বডি গাউন রয়েছে।

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ কাস্টমসে সামনের সারিতে কর্মরত সাহসী কাস্টমস পরিদর্শক ও কর্মীদের কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা করতে তাদের মধ‌্যে এসব পিপিই সরঞ্জাম বিতরণ করবে।

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের অর্থায়নে স্থানীয়ভাবে প্রস্তুত পিপিই সরঞ্জাম দেওয়া, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের নেওয়া অনেক উদ্যোগের একটি। যা বাংলাদেশের জনগণের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের অব্যাহত অঙ্গীকারের প্রকাশ।  এই পদক্ষেপ দুই দেশের মধ্যে বাণিজ্য ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এবং একটি অবাধ ও স্বাধীন ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করার লক্ষ্যে দুই দেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে সহায়তা করবে।

Comment here