করোনাভাইরাস আবার জেকে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বিভিন্ন রাজ্যে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাতে ভেঙে যাচ্ছে দৈনিক আক্রান্তের পূর্বের সব রেকর্ড। ভয়ঙ্কর তথ্য হচ্ছে এক সপ্তাহে বিশ্বের ক্ষমতাধর দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ লাখ! খবর সিএনএনের।
জানুয়ারির ২১ তারিখ করোনাভাইরাস ছড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে প্রথম ১০ লাখ আক্রান্ত হতে সময় লেগেছিল ৯৯ দিন। পরবর্তী ১০ লাখ আক্রান্ত হতে সময় লেগেছিল ৪৩ দিন। তৃতীয় ১০ লাখ আক্রান্ত হতে সময় লেগেছিল ২৮ দিন। ৮ জুন দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়ায়।
বিস্ময়কর তথ্য হচ্ছে ২২ জুলাই দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। অর্থাৎ শেষ ১০ লাখ আক্রান্ত হয়েছে মাত্র ১৪ দিনে!
এ রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৮৭৫ জন। মৃতের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ১৮৩ জন। সেরে উঠেছে ১৯ লাখ ৪২ হাজার ৬৩৭ জন।
Comment here
You must be logged in to post a comment.