উপদেশ দেওয়ার পরিবর্তে রোহিঙ্গাদের আশ্রয় দিতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (২২ মে) পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সমুদ্রে রোহিঙ্গা নিয়ে সমস্যা হলেই বিশ্ব সম্প্রদায় বলে তাদের বাংলাদেশে আশ্রয় দিতে। ভাবটা এমন—একবার যেহেতু আশ্রয় দিয়েছি, প্রতিবারই তা দিই।’
তিনি বলেন, ‘আমরা এবার বলেছি, আমরা পারব না। অন্য দেশগুলোরও দায়িত্ব রয়েছে। এটা শুধু আমাদের সমস্যা নয়। উপসাগরীয় দেশগুলো ছাড়া বড় বড় যারা মাতব্বর যারা উপদেশ দেন, তারাও তাদের (রোহিঙ্গাদের) নিতে পারে। তাদের জায়গার কোনো অভাব নেই।’
আবদুল মোমেন, ‘বাংলাদেশে ইইউ প্রতিনিধিদের আমি বলেছি, আমাদের দেশের মানুষের বার্ষিক আয় হলো ২ হাজার ডলার। আর আপনাদের হলো ৫৬ হাজার ডলার। বাংলাদেশে ১২০০ লোক প্রতি বর্গমাইলে থাকে আর আপনাদের প্রতি বর্গমাইলে থাকে মাত্র ১৫ জন। আপনার যদি এত দরদ থাকে তাদের বেটার লাইভ দেবেন। আপনারা নিয়ে যান না কেন?’
Comment here
You must be logged in to post a comment.