নিজস্ব প্রতিবেদক:
গত মঙ্গলবার বাংলাদেশ বুলেটিন পত্রিকার সিটি রিপোর্টার আমিনুলের উপর ওয়ার্ড কাউন্সিলরের পালিত সন্ত্রাসী দারা হামলার ঘটনায় বুধবার মানব বন্ধন করেছে উত্তরায় বসবাসরত সংবাদকর্মীরা।
মানববন্ধন থেকে সংবাদকর্মীরা হামলায় নেতৃত্বদানকারী ঢাকা উত্তর সিটি কের্পােরশনের ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর ডি.এম শামীম দেওয়ানের বিচার দাবি করেছেন।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা জানান, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকায় ত্রাণ লুটপাটের ঘটনা মাদক ও দূর্নীতির বিষয়ে গত কয়েকিদন পূর্বে সংবাদ প্রকাশিত হওয়ায় ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডি এম শামীম দেওয়ান তার লোকজন দিয়ে এই হামলা চালায়।
তারা জানান, হামলার ঘটনায় উত্তরা পূর্ব থানায় কাউন্সিলর ও লোক জনের বিরুদ্ধে একটি অভিযোগ দেওয়া হলেও পুলিশের কোন প্রকার অগ্রগতি চোখে পড়ছেনা।
হামলায় আহত সাংবাদিক আমিনুল জানান তাকে হত্যার উদ্দেশ্যে ডি এম শামীমের নির্দেশে তার উপর এই সন্ত্রাসী হামলা করা হয়।
মানববন্ধনে উপস্থিত ঢাকা উত্তর প্রেস ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ,সাধারন সম্পাদক রাসেল খান,উত্তরা সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি শেখ মোঃ জুয়েল আনান,উত্তরা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মাসুদ পারভেজসহ প্রশাসনের কাছে অবিলম্বে হামলাকারী এবং তাদের পৃষ্ঠপোষকদের আটকের দাবি জানান।
এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন উত্তরার ভিবিন্ন সাংবাদিক সংগঠনের নের্তৃবৃন্দরা।
এই বিষয়ে কাউন্সলর ডি. এম শামীম কে অভিযুক্ত দাবি করে অভিযোগ ও প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে উত্তরা জোনের ডি সি বরাবর স্মারক লিপি দেন সাংবাদিক নেতারা।
হামলার বিষয়ে জানতে ঐ কাউন্সিলরের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেন নি।
Comment here
You must be logged in to post a comment.