হাড়হিম করা এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বড় বিল্ডিংয়ের এক্কেবারে কার্নিশ বেয়ে হেঁটে বেড়াচ্ছে ছোট্ট শিশু। সূত্রের খবর, সেই সময়ে শিশুটির অভিভাবকগণ স্নানে গিয়েছিলেন। ঘটনাটি ঘটেছে স্পেনের টেনেরাইফে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট শিশুটি বড় ওই বিল্ডিংয়ের এক্কেবারে ধার বেয়ে হেঁটে চলে বেড়াচ্ছে। নিজেদের অ্যাপার্টমেন্টের জানলা দিয়ে বেরিয়েই সে পাশের সরু পথ দিয়ে দৌড়ে ব্যালকনির দিকে এগিয়ে চলেছে। আর তারপরেই টপকে সোজা ব্যালকনিতে।
ফেসবুকে এই ভিডিও শেয়ার করা হয়েছে ‘I Love Tenerife’ নামক একটি পেজ থেকে। সেই ভিডিও ইতিমধ্যেই প্রায় ৩.৪ মিলিয়ন মানুষ ফেসবুকে দেখে ফেলেছেন। ভিডিওটি পোস্ট করে ফেসবুকে ওই পেজে লেখা হয়েছে, ‘বাচ্চাটির অভিভাবক স্নান করছিলেন। আর ঠিক সেই সময়েই জানলা দিয়ে বেরিয়ে ব্যালকনি অবধি কার্নিশ বরাবর হেঁটে চলে আসে শিশুটি।’
ভিডিওটি ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কমেন্টে কেউ লিখছেন, ‘ভয়ংকর কাণ্ড! এত ঝুঁকি সত্ত্বেও ঠিকঠাক ভাবে জানলা দিয়ে বেরিয়ে ব্যালকনিতে পৌঁছে গিয়েছে শিশুটি।’ আর একজন কমেন্ট করছেন, ‘এই ভিডিও দেখে আমি সত্যিই ভয়ে শিহরিত হয়ে গিয়েছি।’
ফেসবুকের ওই পেজ থেকেই বলা হয়েছে যে, এক পর্যটক ওই ভিডিও তুলেছেন। সেখানে বলা হয়েছে, ‘এক পর্যটকের কন্যা এই ভিডিওটি তুলেছেন। ওই অ্যাপার্টমেন্টের পাশেই একটি ফ্ল্যাটে তিনি থাকেন। মেয়ে ছবি তুলছিল আর সেই সময়ে তিনি নিরাপত্তারক্ষীদের খবর দিতে যাচ্ছিলেন।’