জাতীয়

ঈদে গ্রামের বাডিতে না যাওয়ার আহ্বান : আইজিপি ড. বেনজীর আহমেদ

ঈদে গ্রামের বাডিতে না যাওয়ার আহ্বান

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আমরা যে যেখানে আছি সেখানে অবস্থান করি। কোনভাবে বাসা থেকে বের না হই।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

গ্রামের বাড়িতে না যাওয়ার অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, করোনা পরিস্থিতিতে আমি, আমার পরিবার, গ্রাম এবং সমাজকে নিরাপদে রাখি।

তিনি বলেন, সরকারের বিধিনিষেধ মেনে এ সময় প্রত্যেকেরই চলা উচিত। তারই অংশ হিসেবে প্রতিবারের মতো এবার যেন ঈদে গ্রামের বাড়িতে আমরা না যাই। গ্রামে যেন আমরা করোনাদূত হয়ে আবির্ভূত না হই। আপনার মাধ্যমে আপনার পরিবার, স্বজন কিংবা গ্রামবাসীও এ ভাইরাসে আক্রান্ত হতে পারে।

Comment here