সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে, সেটি গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২২ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদটি ভিত্তিহীন ও গুজব। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হলো।
এতে আরো বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় যখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে, তখন সঙ্গে সঙ্গেই গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে। ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।
Comment here
You must be logged in to post a comment.