মঙ্গলবার, ৩০ মে ২০২৩
হোম » মধ্যপ্রাচ্য পরিস্থিতি » ইয়াসির আরাফাতের মৃত্যুবার্ষিকীতে ইসরাইলি সেনাদের গুলি: ফিলিস্তিনি তরুণ শহীদ

ইয়াসির আরাফাতের মৃত্যুবার্ষিকীতে ইসরাইলি সেনাদের গুলি: ফিলিস্তিনি তরুণ শহীদ

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের গুলিতে এক ফিলিস্তিন শহীদ এবং বহু মানুষ আহত হয়েছেন। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এ ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল (সোমবার) আল-খলিল শহরের আল-আরুব উদ্বাস্তু শিবিরের কাছে বিক্ষোভ করার সময় ইহুদিবাদী সেনারা তাদের ওপর গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদ ব্যক্তির নাম ওমর হাইসাম আল-বাদাভি বলে উল্লেখ করেছে। এতে বলা হয়েছে, শহীদ হাইসামের বুকের কাছে গুলি লাগলে মারাত্মক আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে গেলে ইহুদিবাদী সেনারা রেড ক্রসের অ্যাম্বুলেন্সকে বাধা দেয়।

ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে, হাসাম আল-বাদাভিকে একটি ক্লিনিকে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হলে আল-খলিল শহরের একটি হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই তিনি মারা যান।

আল-খলিল শহরের দক্ষিণে আল-ফাওয়ার শরণার্থী শিবিরের কাছেও ইহুদিবাদী সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়। সেখানেও বহুসংখ্যক বিক্ষোভকারী আহত হয়েছেন। এসব বিক্ষোভকারীর ওপর ইসরাইলি সেনারা গুলি এবং টিয়ার গ্যাস ছোঁড়ে।

ফিলিস্তিনের সাবেক নেতা ইয়াসির আরাফাতের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পশ্চিম তীরের বিভিন্ন শহরে সমাবেশের আয়োজন করা হয়। ২০০৪ সালের নভেম্বর মাসে ফ্রান্সের একটি হাসপাতাল ইয়াসির আরাফাত মারা যান।

আরো পড়ুন

বীর মুক্তিযোদ্ধারা রিকশা চালাবে আমি ক্ষমতায় থাকতে সেটা হবে না: প্রধানমন্ত্রী'

বীর মুক্তিযোদ্ধারা রিকশা চালাবে আমি ক্ষমতায় থাকতে সেটা হবে না: প্রধানমন্ত্রী’

দলমত নির্বিশেষে সব মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ সম্মান দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,বীর …