রবিবার, ২৮ মে ২০২৩
হোম » মধ্যপ্রাচ্য পরিস্থিতি » ইয়েমেন থেকে সেনা প্রত্যাহার করতে চান সুদানের নতুন প্রধানমন্ত্রী

ইয়েমেন থেকে সেনা প্রত্যাহার করতে চান সুদানের নতুন প্রধানমন্ত্রী

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে সেনা ফিরিয়ে নিতে চান সুদানের নতুন প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুক। তিনি বলেছেন, ইয়েমেন ইস্যুতে রাজনৈতিক সমাধানের পক্ষে তার দেশের ভূমিকা থাকা উচিত।

আব্দুল্লাহ হামদুক বলেন, “ইয়েমেন সংঘাতের কোনো সামরিক সমাধান নেই; এক্ষেত্রে আমরা কিংবা বিশ্বের কোনো দেশ সামরিক সমাধান দিতে পারবে না।”

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলকে তিনি আরো বলেন, “ইয়েমেন সংকট অবশ্যই রাজনৈতিকভাবে সমাধান করতে হবে এবং আমার দেশ ইয়েমেনের ভাই-বোনদেরকে সহযোগিতার চেষ্টা করবে। এক্ষেত্রে আমরা আমাদের ভূমিকা পালন করব।”

২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে যে কয়টি আরব দেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরু করে সুদান তার অন্যতম। ইয়েমেন আগ্রাসনে বড় রকমের অবদান রাখা সুদান ২০১৬-১৭ সালে ৪০ হাজার সেনা মোতায়েন করেছিল। তবে হামদুক জানান, ইয়েমেনে বর্তমানে সুদানের বেশি সেনা নেই।

আরো পড়ুন

বীর মুক্তিযোদ্ধারা রিকশা চালাবে আমি ক্ষমতায় থাকতে সেটা হবে না: প্রধানমন্ত্রী'

বীর মুক্তিযোদ্ধারা রিকশা চালাবে আমি ক্ষমতায় থাকতে সেটা হবে না: প্রধানমন্ত্রী’

দলমত নির্বিশেষে সব মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ সম্মান দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,বীর …