গুলশানে ইউনাইটেডে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতি ছিল বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধমান রাইজিংবিডিকে বলেন, তদন্ত প্রতিবেদনে ২০ জনের জবানবন্দি ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বুধবার (১০ জুন) প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
দেবাশীষ বর্ধমান বলেন, ‘তদন্ত প্রতিবেদনে চারটি সুপারিশ করা হয়েছে। তার মধ্যে অগ্নিনির্বাপণের ব্যবস্থা ঢেলে সাজানো, চিকিৎসক-নার্সদের ফায়ার ট্রেনিং এর ব্যবস্থা করার জন্য বলা হয়েছে।’
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তদন্তে বেরিয়ে আসে হাসপাতালের বাইরে করোনা রোগীদের জন্য যে আইসলোশন সেন্টার করা হয়েছিল সেটি পারটেক্সের তৈরি। এছাড়া, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এ কারণে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এর জন্য একজন রোগীও বের হতে পারেননি।
এদিকে তদন্তে ভবিষ্যতের করণীয় নিয়ে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ মে রাতে ওই হাসপাতালে আগুন লাগে। আগুনে পাঁচজন রোগী মারা যান। পরে নিহত একজনের স্বজন গুলশান থানায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কথা উল্লেখ করে মামলা করেন।
Comment here
You must be logged in to post a comment.