জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় আলোচনা শুরু হয়। আলোচনা শেষে আজই পাস হবে সম্পূরক বাজেট।
অধিবেশনের শুরুতে স্পিকার সম্পূরক বাজেট পাসসহ আজ সংসদে অনেক কার্যসূচি রয়েছে উল্লেখ করে সবাইকে সময়মতো বক্তব্য শেষ করার অনুরোধ করেন।
রবিবার (১৪ জুন) সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরুর কথা থাকলেও মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনা এবং রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি করায় তা হয়নি। ফলে আজ একদিনের মধ্যেই আলোচনা ও সম্পূরক বাজেট পাস হবে।
১১ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের সাধারণ বাজেট পেশ হয়। একইসঙ্গে পেশ হয় ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেট। সংসদ সচিবালয় থেকে পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ১৫ জুন সম্পূরক বাজেট এবং ৩০ জুন সাধারণ বাজেট পাস হওয়ার কথা।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে এবার বাজেট অধিবেশন হচ্ছে। যার কারণে বাজেটের ওপর আলোচনার সময়ও অন্যান্য অর্থবছরের তুলনায় কমানো হয়েছে। সংসদের বৈঠকেও এমপিরা রোস্টার ভিত্তিক যোগদান করছেন। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে প্রত্যেক দিনের উপস্থিতি ৮০-৯০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে।
Comment here
You must be logged in to post a comment.