প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রবিবার (১২ জানুয়ারি) স্থানীয় রাত ৮টা ৫৫ মিনিটে বিজি-০২৭’ ভিভিআইপি ফ্লাইটে আবুধাবি সাসটেইনেবল সপ্তাহে’ যোগ দিতে সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে এসেছেন।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, ‘আবুধাবি প্রবাসী কমিউনিটি নেতা ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল ও সাধারণ মো. নাছির উদ্দিন তালুকদার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান।
তিনি এয়ারপোর্ট হতে তাঁর সফরকালীন আবাসস্থল হোটেল শাংরি-লাতে চলে যান। তিনি এখানেই অবস্থান করবেন।
তিনি সোমবার সকাল ১১টায় আবুধাবি জাতীয় প্রদর্শন কেন্দ্রে ‘আবুধাবি সাসটেইনেবলিটি সপ্তাহ’ এবং ‘জায়েদ সাসটেইনেবলিটি পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেলে সফরকালীন আবাসস্থল শাংরি-লা হোটেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে ‘দূত সম্মেলনে’ অংশ নেবেন।
মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের স্থপতি মরহুম শেখ যায়িদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখা ফাতিমা বিনতে মুবারাক আল কেতবির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়াসহ ৭২ জনের প্রতিনিধি দল।