বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক মেহেনাজ তাবাসসুম রেবিন সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্তদের মধ্যে আছেন আনসার বাহিনীর ১ জন উপ-মহাপরিচালক, ৬৪ জন ব্যাটালিয়ন আনসার, ৯৪ জন অঙ্গীভূত আনসার, ১ জন মহিলা আনসার ও ১ জন নার্সিং সহকারী।
আক্রান্ত সদস্যদের মধ্যে ৫৮ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ৬৬ জন অঙ্গীভূত আনসার সদস্য ঢাকা মহানগর পুলিশের সঙ্গে কর্মরত। বাকিদের কেউ সদর দপ্তর এবং কেই বিভিন্ন জেলায় কর্মরত রয়েছে।
আক্রান্তদের মধ্যে নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন একজন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিক্যাল ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে আনসার বাহিনীর ১৫০ জন সদস্য চিকিৎসাধীন আছেন।
গতকাল সোমবার করোনাভাইরাসে আব্দুল মজিদ নামে এক আনসার সদস্য মারা গেছেন। তিনি ভাটারা থানায় কর্মরত ছিলেন।
Comment here
You must be logged in to post a comment.