বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। ঘটনা রবিবার (১৪ জুন) সকালের।
বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তার মরদেহ। ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। পুলিশ থেকে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, তিনি গত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন। তার বন্ধুরাও বলেছেন একই কথা।
বড় পর্দায় ব্যস্ত হওয়ার আগে সুশান্ত ছোট পর্দায় বেশ নাম করেছেন সিরিয়ালের মাধ্যমে। বিশেষত ‘পবিত্র রিশতা’ তাকে এনে দেয় তারকা খ্যাতি। চেতন ভগতের বেস্ট সেলিং বই ‘দ্য থ্রি মিস্টেকস অব মাই লাইফ’ অবলম্বনে অভিষেক কাপুরের ‘কাই পো চে’ দিয়ে সুশান্তর বড় পর্দায় অভিষেক হয়।
২০১৩ সালের ‘কাই পো চে’র পরে সুশান্ত বেশ কয়েকটি বড় বাজেটের ছবিতে কাজ করেছিলেন। থিতু হয়েছেন বলিউডে।
শ্রদ্ধা কাপুরের বিপরীতে তাকে ‘ছিচোরে’তে দেখা গিয়েছিল সর্বশেষ।
প্রসঙ্গত, এই অভিনেতার প্রাক্তন ম্যানেজার দিশা স্যালিয়ানকে কিছু দিন আগে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।
সূত্র: ইন্ডিয়া টুডে
Comment here
You must be logged in to post a comment.