আন্তর্জাতিক

আটলান্টায় পুলিশের গুলিতে আরেক কৃষ্ণাঙ্গের মৃত্যু

আটলান্টায় পুলিশের গুলিতে আরেক কৃষ্ণাঙ্গের মৃত্যু

যুক্তরাষ্ট্রের আটলান্টায় পুলিশের গুলিতে আরেক কৃষ্ণাঙ্গের মৃত্যু দেশটিতে চলমান বর্ণবাদ আন্দোলনকে আরো উস্কে দিয়েছে। বড় ধরনের বিক্ষোভ হয়েছে আটলান্টায়। নিউইয়র্কে ট্রাম্পের বিরুদ্ধেও বিক্ষোভ হয়।

স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) রাতে আটলান্টার একটি রেস্টুরেন্টের সামনে গাড়িতে ঘুমিয়ে পড়েন, আফ্রো-আমেরিকান, রায়শার্ড ব্রোকস। এ সময় পুলিশ তাকে আটকের চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন ব্রোকস। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার।

এ ঘটনায় পুলিশের বিচার দাবিতে আটলান্টায় সড়ক অবরোধ কোরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। এতে পদত্যাগ করেছেন, আটলান্টার পুলিশ প্রধান।

নিউইয়র্কের ওয়েস্ট পয়েন্টে ট্রাম্পের পদত্যাগের দাবিতেও বিক্ষোভ হয়েছে।

এদিকে, জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে টানা তৃতীয় সপ্তাহের মতো বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। ফ্রান্সের প্যারিসে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের।

Comment here