রাজনীতিলিড নিউজসর্বশেষ সংবাদসারা বাংলা

আগামীকাল সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন বগুড়া-১ আসনের সাহাদারা মান্নান এবং যশোর-৬ আসনের শাহীন চাকলাদার

আগামীকাল সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন বগুড়া-১ আসনের সাহাদারা মান্নান এবং যশোর-৬ আসনের শাহীন চাকলাদার

আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন বগুড়া-১ আসনের সাহাদারা মান্নান এবং যশোর-৬ আসনের শাহীন চাকলাদার। সম্প্রতি এ দুজন উপ-নির্বাচনে জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথবাক‌্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. তারিক মাহমুদ এ তথ্য জানান।

সাহাদারা মান্নান তার স্বামী প্রয়াত আব্দুল মান্নানের স্থলাভিষিক্ত হবেন। শাহীন চাকলাদার প্রয়াত ইসমাত আরা সাদেকের স্থলাভিষিক্ত হবেন।

গত ১৪ জুলাই বগুড়া-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাহাদারা মান্নান ১ লাখ ৪৫ হাজার ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ ট্রাক প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৬৩ ভোট।

একই দিনে যশোর-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ ২ হাজার ১২ ও জাতীয় পার্টির হাবিবুর রহমান ১ হাজার ৬৭৮ ভোট পেয়েছেন।

Comment here