জাতীয়লিড নিউজ

আগামীকাল শুধু রেড জোনে থাকবে সাধারণ ছুটি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আগামীকাল শুধু রেড জোনে থাকবে সাধারণ ছুটি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আগামীকাল সোমবার (১৫ জুন) থেকে সারা দেশে থাকবে জোন ভিত্তিক লকডাউন। শুধু রেড জোনে থাকবে সাধারণ ছুটি এবং অন্যান্য জোনে সীমিত আকারে সবকিছু খোলার সিদ্ধান্ত বহাল।

রবিবার (১৪ জুন) এ কথা জানান  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও একসঙ্গে সারাদেশ লকডাউনের দিকে যাচ্ছে না সরকার। সাধারণ ছুটিও নয়, বরং সংক্রমণের সর্বোচ্চ হার বিবেচনা করে রেড জোন এলাকাগুলোতে লকডাউন কার্যকর করা হবে। রেড জোন এলাকাগুলোতে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। খুবই জরুরি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। দোকান পাট সীমিত খোলা রাখা যাবে। শতভাগ লকডাউন কার্যকর করা হবে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে রাজধানী ঢাকার একটি এলাকা পূর্ব রাজাবাজারকে রেড জোন হিসাবে চিহ্নিত করে গত মঙ্গলবার (৯ জুন) রাত থেকে সেই এলাকাকে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়।

Comment here