আগামী ২৩ জুন উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি অভিনন্দন বার্তা জানিয়েছে রাশিয়ান দূতাবাস। মঙ্গলবার ( ১৬ জুন) দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ বরাবর রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাতোভ স্বাক্ষরিত অভিনন্দন বার্তাটি দলের দফতরে এসে পৌঁছায়।
চিঠিতে সুপ্রিম কাউন্সিল অব রাশিয়ার চেয়ারম্যান বরিস ভি. গ্রিজলভ-এর পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি দলটির ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানানো হয়। দলটির উপ-দফতর সম্পাদক সায়েম খান বিষয়টি নিশ্চিত করেন।
Comment here
You must be logged in to post a comment.