আইন আদালতজাতীয়লিড নিউজসর্বশেষ সংবাদ

আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক আজ

আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক আজ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের আয়োজন করেছে সংসদ সচিবালয়।

বুধবার (২৪মে) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের গণ-সংযোগ শাখার সহকারী পরিচালক মোকাম্মেল হোসেন এ তথ্য জানান।

সংসদ সচিবালয় সূত্র জানায়, মঙ্গলবার (২৩ জুন) করোনাভাইরাসের প্রাদুর্ভাবসহ যেকোন দুর্যোগের মধ্যে বিচারকার্যক্রম চালিয়ে নিতে তথ্য প্রযুক্তি ব্যবহার বিল-২০২০ উপস্থাপন করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে বিচার কার্যক্রম চালিয়ে নিতে এ আইনটি সংসদে উত্থাপন করা হয়।

আইনটি পরীক্ষা- নিরীক্ষা করে ৫ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। এ বিষয়ে সিদ্ধান্ত বৈঠকের আয়োজন করা হয়েছে। পাশাপাশি চলতি অধিবেশনে এ আইনটি পাশ হওয়ার কথা রয়েছে।

Comment here