রবিবার, ২৮ মে ২০২৩
হোম » প্রবাসী সংবাদ » অর্থের বিনিময়ে স্পেন আ.লীগের কমিটি গঠনের অভিযোগ

অর্থের বিনিময়ে স্পেন আ.লীগের কমিটি গঠনের অভিযোগ

দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে অল ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ‘অর্থের বিনিময়ে অনুগতদের’ নিয়ে স্পেন কমিটি ঘোষণা করেছে বলে অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদের একটি রেস্তোরাঁয় সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনৈতিক এবং অসাংগঠনিক কার্যক্রমের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্পেন তৃণমূল আওয়ামী লীগের মনোনীত সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, “ঘোষিত কমিটি নিয়ে দলের মধ্যে কোন্দল তীব্র আকার ধারণ করেছে। ব্যক্তিবিশেষের ভাগাভাগির ‘পকেট’ কমিটি হয়েছে বলে অনেক সিনিয়র নেতাই এ কমিটি প্রত্যাখ্যান করেছেন।”

অল ইউরোপ আওয়ামী লীগের দুই নেতা, বিগত দিনে নির্যাতিত ও পোড়খাওয়া নেতাকর্মীদের কোনো মতামত না নিয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তৃণমূলের নেতাকর্মীরা অল ইউরোপ আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে ‘পকেট’ কমিটি দেয়ার অভিযোগ করে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাদ্রিদ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্মারকলিপি দেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

তিনি আরও বলেন, ‘গত ১-৩ ডিসেম্বর জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৫ এ যোগ দিতে মাদ্রিদ আসেন আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সভানেত্রীর আগমন উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী মাদ্রিদে এসে সমবেত হন। তাদের উদ্দেশ্য, মাদ্রিদে নাগরিক বা গণসংবর্ধনা আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগ প্রধানের সান্নিধ্যে এসে স্পেন তথা ইউরোপে আওয়ামী লীগের কার্যক্রম ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও মতামত ব্যক্ত করা।

কিন্তু তাদের তো সে সুযোগ দেয়া হয়নি, উল্টো নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাড়াবাড়ি রকমের নিরাপত্তা কর্মী রাখা হয়। এছাড়া হাতের ইশারা দিয়ে ২৫-৩০ জন জামায়াত বিএনপির নেতাকর্মীদের ঢুকিয়ে ইউরোপীয় আওয়ামী লীগ, বিতর্কিত স্পেন আওয়ামী লীগের নতুন কমিটি ও দূতাবাস নিজেদের নির্বাচিত স্থানীয় অতিথিদের সমন্বয়ে সীমিত আকারে হোটেল লবিতে আওয়ামী লীগপ্রধানকে সংবর্ধনার আয়োজন করে। অথচ আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকর্মীকে হলে ঢুকতে দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পেন তৃণমূল আওয়ামী লীগের মনোনীত সাধারণ সম্পাদক এ কে এম সেলিম রেজা, স্পেন আওয়ামী লীগের প্রবীণ নেতা আক্তার হোসেন আতা, ইসলাম উদ্দিন শেখ, সদ্য বিলুপ্ত স্পেন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রহমান, স্পেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, স্পেন যুবলীগের আহ্বায়ক ইফতেখার আলম, স্পেন ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন রায়হান প্রমুখ।

আরো পড়ুন

বেশি ছুটি কাটিয়েও আমিরাত ঢুকতে পারবেন প্রবাসীরা'

বেশি ছুটি কাটিয়েও আমিরাত ঢুকতে পারবেন প্রবাসীরা’

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী কর্মীরা এখন থেকে ছুটিতে গিয়ে ছয় মাসের বেশি সময় দেশে থেকে …