অপরাধবিশেষ প্রতিবেদনসর্বশেষ সংবাদসারা বাংলা

অর্থপাচারের অভিযোগে দুটি মামলা ডেসটিনির চেয়ারম্যান-এমডিকে জামিন দেননি হাইকোর্ট

অর্থপাচারের অভিযোগে দুটি মামলা ডেসটিনির চেয়ারম্যান-এমডিকে জামিন দেননি হাইকোর্ট

অর্থপাচারের দুই মামলায় ডেসটিনি-২০০০ লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রফিকুল আমিনকে জামিন দেননি হাইকোর্ট।

বুধবার (২২ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন না দিয়ে শুনানি শেষে  নিয়মিত কোর্ট খোলা পর্যন্ত মুলতবি করেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু ও মো. মাইনুল হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, দুই মামলায় পৃথক পৃথক চারটি আবেদনে মেডিক্যাল গ্রাউন্ডে জামিন চেয়েছিলেন ডেসটিনির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আদালত শুনানি নিয়ে জামিন না দিয়ে নিয়মতি কোর্ট খোলা পর্যন্ত মুলতবি করেছেন। একইসঙ্গে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক কীভাবে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকছেন সে বিষয়ে দুদককে আবেদন করতেও পরামর্শ দিয়েছেন আদালত।

২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থপাচারের অভিযোগে দুটি মামলা হয়।

Comment here