মঙ্গলবার, ৩০ মে ২০২৩
হোম » শীর্ষ সংবাদ » অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী  নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

আজ রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নতুন বাজারের গন্দফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাক ময়মনসিংহ থেকে মুক্তগাছার দিকে যাচ্ছিল। উপজেলার নতুন বাজারের গন্দফপুর এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে ওই ট্রাকটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আর ঘটনাস্থলেই নিহত হন এর দুই যাত্রী।

ওসি আরো বলেন, দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

জসিম হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড'

জসিম হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড’

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মেহদী হাছান জসিমকে গুলি করে হত্যার দায়ে ৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।সোমবার …